কুয়েতকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের অভিযান শুরু করল ভারত

কুয়েত - ০
ভারত - ১ (মনবীর সিং)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের অভিযান শুরু করল ব্লু টাইগার্স। ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড ২ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতকে তাদেরই মাটিতে হারাল ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৬-এ থাকলেও ভারতের পক্ষে কাজটা ছিল কঠিন, কিন্তু দুরন্ত লড়াই করে জয় তুলে আনল ইগর স্টিম্যাচের ছেলেরা।
আরও পড়ুন - বিরাট কোহলির শতরানে বিরিয়ানির বন্যা! ডাকতে হল পুলিশকেও
এদিন রক্ষণে সন্দেশ ঝিঙ্গানের সাথে শুরু করেন রাহুল ভেকে, ফলে ডিফেন্সকে বেশ নির্ভরযোগ্য লেগেছিল। দুই সাইডব্যাক নিখিল পুজারি ও আকাশ মিশ্রা নজর কাড়েন। ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে চলছিল প্রবল লড়াই। তবে শুরু থেকে কুয়েতের ডিফেন্সে চাপ তৈরি রেখেছিল ভারত।
তবে ভারত গোলমুখ খোলে ৭৫ মিনিটে। পরিবর্ত হিসেবে নামা লালিয়ানজুয়ালা ছাংতের দুরন্ত ক্রসে গোল করেন মনবীর সিং। এদিকে ম্যাচের শেষের দিকে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কুয়েতের ফয়জল জায়েদ আল-হারবি।
আরও পড়ুন - নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি জিতে টিম হোটেলে জমজমাট সেলিব্রেশন ভারতীয় দলের
ভারতের জন্য তথাকথিতভাবে অ্যাওয়ে ম্যাচ হলেও কুয়েত সিটির জাবের আল-আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের উপস্থিতি
ছিল দেখার মত। যতবারই ভারত আক্রমণে উঠছিল, গর্জনে কুয়েতের সমর্থকদেরও হার মানাচ্ছিলেন ভারতের সমর্থকরা। যার জেরে ম্যাচ শেষে সেই সমর্থকদের সাথে ভাইকিং ক্ল্যাপ সারেন সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং সান্ধুরা।