এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার এশিয়া ক্রিকেট কাউন্সিলের তরফে ২০২৩ এশিয়া কাপের ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। রোহিত শর্মার ভারত প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। তবে এই হাইভোল্টেজ ম্যাচ শুধু একবারই নয়! বরং এশিয়া কাপে তিনবার একে অপরের মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান।
আরও পড়ুন- প্রকাশিত হল ২০২৩ এশিয়া কাপের সময়সূচি, কবে নামছে ভারত? জানুন
এশিয়া কাপের ফর্ম্যাট অনুযায়ী, দুটি গ্রুপ থেকে শ্রেষ্ঠ দুটি দল খেলবে 'সুপার ৪' রাউন্ড। ভারতীয় দল গ্রুপ পর্যায় প্রথম বা দ্বিতীয় যে পজিশনেই শেষ করুক তারা 'এ ২' দল হিসাবে সুপার ৪ রাউন্ড খেলবে এবং পাকিস্তান খেলবে 'এ ১' দল হিসাবে। সুপার ৪ রাউন্ডে চারটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সুতরাং ভারত এবং পাকিস্তান দুই দলই যদি সুপার ৪ রাউন্ডের যোগ্যতা অর্জন করে তাহলে আরও একবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেট ভক্তরা। সুচি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর কলম্বোয় হবে এই ম্যাচ।
এছাড়াও, সুপার ৪ এর শ্রেষ্ঠ দুই দল খেলবে ২০২৩ এশিয়া কাপ ফাইনাল। ভারত এবং পাকিস্তান দল যদি সুপার ৪ এ ভালো ফলাফল করতে পারে তাহলে ফাইনালেও দেখা যাবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি হবে ১৭ সেপ্টেম্বর।