প্রথম মিনিট থেকে জেতার মানসিকতা নিয়ে নামব, লেবাননের বিরুদ্ধে ফাইনালে আত্মবিশ্বাসী স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার, ১৮ জুন লেবাননের বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল খেলবে ভারত। শুধু ট্রফি জেতাই নয়, ঘরের মাটিতে লেবাননকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে ১০০ এর উপরে ওঠার বড় সুযোগ রয়েছে ভারতের কাছে।
তবে গ্রুপ পর্বে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত, যার ফলে এই ফাইনালটি যথেষ্ট কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হেড কোচ স্টিম্যাচ এসব নিয়ে বেশি ভাবতে রাজি নন।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্টিম্যাচ বলেছেন, "ম্যাচটা আমরা জিততে পারতাম, কিন্তু তা হয়নি। কিন্তু এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে, আমরা ডিফেন্সে খুব ভালো ছিলাম। গোল আসবেই।"
"আমি চিন্তায় থাকতাম যদি আমরা সুযোগ না তৈরি করতাম, কিন্তু সেটি হয়নি। আমাদের ছেলেরা বিশ্বাস নিয়ে খেলছিল, আর আমাদের তাদের সমর্থন করে যেতে হবে যাতে তারা আরও এগিয়ে যায়।"
স্টিম্যাচের সাথে সাংবাদিক বৈঠকে আসেন গোলকিপার অমরিন্দর সিং। আইএসএলে ওড়িশা এফসির হয়ে খেলার দরুণ এই কলিঙ্গ স্টেডিয়াম ও সমর্থকদের আবেগকে বোঝেন অমরিন্দর।
এই নিয়ে অমরিন্দর বলেছেন, "যেহেতু আমি ওড়িশা এফসির খেলোয়াড়, আমার সমর্থকদের সামনে খেলাটা খুবই স্পেশ্যাল।"
আরও পড়ুন - অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন বিশ্বজয়ী কোচ
"সন্দেশ ঝিঙ্গান ও আনোয়ার আলিকে সামনে পেয়ে খুব ভালো লাগছে, কারণ তারা আমায় অনেক আত্মবিশ্বাস যোগায়। গোলকিপার হিসেবে, যোগাযোগ অত্যন্ত জরুরি, আর ওদের সাথে এটি করা খুব সহজ যেহেতু আমাদের অত বলতে হয় না। আমাদের খুব ভালো বোঝাপড়া রয়েছে।"
এদিকে ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী স্টিম্যাচ বলেছেন, "আমরা মাঠে প্রথম মিনিট থেকে জেতার মানসিকতা নিয়ে খেলব। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব না। বৃহস্পতিবারের থেকে এই ম্যাচটা আলাদা হবে।"
"লেবাননের ৪-৫জন খেলোয়াড় রয়েছে যাদের বিদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওরা খুব টেকনিক্যাল একটি দল, যাদের ভালো পাসিং রয়েছে। একটি দল হিসেবে, আমরা আগের ম্যাচে ভালো করেছি এবং আগামীকালও আমাদের তাই করতে হবে। ওরা আমাদের ওদের ব্যক্তিগত গুণ দিয়ে আঘাত করতে পারে, তাই ওদের গোলের সামনে আসতে দেওয়া যাবে না।"