ড্র করলেও ক্ষতি নেই! কুয়েতের বিরুদ্ধে সাবধানী স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৭ জুন সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। ইতিমধ্যেই পাকিস্তান ও নেপালকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে ভারত। তবে কুয়েতের বিরুদ্ধে চ্যালেঞ্জটা কঠিন হবে ইগর স্টিম্যাচের ছেলেদের জন্য।
ইতিমধ্যেই সেমিতে উঠে গিয়েছে ভারত ও কুয়েত। দুই দেশেরই ছয় পয়েন্ট ও গোল পার্থক্য +৬ রয়েছে। ফলে দুই দলই চাইবে জিতে প্রথম স্থানে থেকে সেমিতে খেলতে।
আরও পড়ুন - আগের মতই কি কলকাতা লিগে টিকিট পাওয়া যাবে? উত্তর দিল আইএফএ
তবে এই ম্যাচ নিয়ে খুব একটা চাপ নিতে রাজি নন ভারত কোচ ইগর স্টিম্যাচ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্টিম্যাচ বলেছেন, "ফলাফলগত দিক থেকে, খুব একটা পার্থক্য নেই, বরং সেমি ফাইনালে সহজ প্রতিপক্ষ পড়তে পারে। আমরা এই ম্যাচটিকে অন্যান্য ম্যাচের মতই দেখব আর জেতার চেষ্টা করব। ক্লিনশিট রাখাই প্রথম লক্ষ্য।"
"যদি ড্র হয়, তাতেও চলবে। আমরা সেমি ফাইনালে ওঠার মানসিকতা নিয়ে নামব। আমাদের এই টুর্নামেন্টটিকে একটি বৃহত্তর পর্যায়ে দেখতে হবে। যদি সব ম্যাচ জিততে পারি, অনেক ভালো। যদি তা না হয়, অন্তিম লক্ষ্য থাকবে খেতাব জেতার।"
কুয়েতের বিরুদ্ধে তিনবার খেলেছে ভারত। যার মধ্যে কেবল একবারই জিতেছে ভারত, আর দুইবার জয় পেয়েছে কুয়েত। শেষবার ২০১০ সালে আবুধাবিতে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ, যেখানে ১-৯ ফলে পর্যদুস্ত হয়েছিল ভারত। ২০০৪ সালে কুয়েত সিটিতে হওয়া প্রীতি ম্যাচে কুয়েতকে ৩-২ ফলে হারিয়েছিল ভারত।
এদিকে কুয়েতের বর্তমানে ফিফা র্যাঙ্কিং ১৪৩, যা ভারতের থেকে অনেকটাই পিছনে। তবুও এসব দেখে তাদের গুণ বিচার করতে রাজি নন স্টিম্যাচ।
তিনি বলেছেন, "আমার মনে হয় কুয়েতের র্যাঙ্কিং বড্ড কম। গত ছয় মাসে শক্তিশালী এশীয় দলগুলির বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মেন্স রয়েছে ওদের। ওরা খুব ভালো মানের একটি দল।"