বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের পথে ভারত, সমস্যা এক জায়গায়!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় পদক্ষেপ নিল ভারতীয় অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। আসন্ন ২০২৪ অনুর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বিড করল ভারত। মধ্যপ্রদেশের ভোপালে এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চাইছে ভারত।
কিন্তু এখানে রয়েছে সমস্যা। এই নিয়ে জাতীয় ফেডারেশনের সভাপতি আদিল সুমারিওয়ালা শনিবার জানিয়েছেন, ২০২৪ সালের এই ইভেন্টটি আয়োজনের দায়িত্ব পেয়েছিল পেরুর লিমা, কিন্তু তারা আয়োজনের দায়িত্ব থেকে সরে আসে।
এই নিয়ে সুমারিওয়ালা বলেছেন, "পেরু সরে যাওয়াতে, বিশ্ব অ্যাথলেটিক্স আয়োজনের বিড ছেড়েছিল, যা আমরা আবেদন করি। কিন্তু দুই দিন আগে বিশ্ব অ্যাথলেটিক্সের সাথে আমাদের কথা হয়, সেখানে ওরা জানায় যে পেরু আবার আয়োজক হিসেবে ফিরতে পারে। তাই আমি নিশ্চিত নই যে কি হবে। বিষয়টি জটিল হয়ে রয়েছে।"
এদিকে সুমারিওয়ালা জানিয়েছেন, আগামী ১২-১৩ আগস্ট বিশ্ব অ্যাথলেটিক্স কাউন্সিলের বৈঠক হবে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে পেরুকে আয়োজনের দায়িত্ব দেওয়া হবে নাকি অন্য দেশের জন্য বিড ছাড়া হবে। বলা বাহুল্য, সুমারিওয়ালা নিজেও এই কাউন্সিলের সদস্য।
আরও পড়ুন - এই আন্তর্জাতিক প্রতিযোগিতার খেলার বিষয়ে সরকারিভাবে সম্মতি দিল ভারত
তবে পেরু যদি চ্যাম্পিয়নশিপ আয়োজনে সম্মতি দেয়, তাহলে ভারতকে তার বিড ফিরিয়ে নিতে হবে। নতুবা ভারত সহ চার-পাঁচটি দেশ আগ্রহী ২০২৪ অনুর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে।