সুনীল ম্যাজিকে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতীয় ফুটবল দলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইগর স্টিমাচের ভারতীয় দল। আর সেই ছন্দ বজায় রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করল ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৪-০ গোলে বড় জয় পেল ভারত। নেপথ্যে নায়ক ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।
ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটে সুনীলের গোলে এগিয়ে যায় ভারত। পাকিস্তান গোলরক্ষকের ভুলে ফাঁকায় বল পেয়ে যান সুনীল, এরপর গোল করতে ভোলেননি তিনি। এরপর ১৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি।
আরও পড়ুন- সোমবারের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব ?
দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সুনীল ছেত্রী। ৭৪ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক। ৮১ মিনিটে উদান্তা সিংয়ের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
বুধবার কান্তিরাভা স্টেডিয়ামে বড় জয় পেলেও এদিন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভারতীয় কোচ ইগর স্টিমাচকে। পাকিস্তানের ফুটবলার থ্রো করতে গেলে তাকে বাধা দেন স্টিমাচ৷ এরপর দুই দলের ফুটবলার ও কোচের মধ্যে ঝামেলা বৃদ্ধি পেলে স্টিমাচকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।