এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৩ বিশ্বকাপে। ২০১১ বিশ্বকাপের মতই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। তবে আরও এক মিল আসতে চলেছে এবারের বিশ্বকাপে।
চলতি আইসিসি বিশ্বকাপ যোগ্যতা অর্জন টুর্নামেন্টে কোয়ালিফায়ার ২ হিসেবে যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা। এর ফলে আগামী ২ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
বলা বাহুল্য, ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা, এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। এবার ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে এই মাঠে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
আরও পড়ুন - বিশ্বকাপের ম্যাচ না পাওয়া রাজ্যগুলিকে বিশেষভাবে সাহায্য করবে বিসিসিআই
এবারের বিশ্বকাপ ট্রফি জিততে মরিয়া টিম ইন্ডিয়া, আর ঘরের মাঠে স্পিন-বান্ধব পিচে নিজেদের সুযোগ বৃদ্ধি করতে চাইবে ভারতীয় দল।