এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক অলিম্পিক কমিটি শনিবার ঘোষণা করেছে, আসন্ন ২০২৩ আইওসি সেশন আয়োজিত হবে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে। আর এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রীড়ার জন্য।
১৯৮৩ সালে শেষবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশন আয়োজিত হয়েছিল নয়াদিল্লিতে। ফলে ৪০ বছর পর আবারও কমিটির সেশন হবে ভারতে।
এই সেশনে সম্ভবত ২০৩০ শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশের নির্বাচন হবে। এছাড়া আসন্ন ২০২৮ অলিম্পিকে গেমসের ক্রীড়াসূচি নিয়েও আলোচনা হবে।
এবং এবারের বৈঠক আয়োজনের ক্ষেত্রে মুম্বই মোট ৯৯ শতাংশ ভোট পেয়েছে। এই বৈঠকে ১০১ জন ভোটিং সদস্য ও ৪৫ সাম্মানিক সদস্য থাকে।