বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে এই দেশ গুলির বিরুদ্ধে খেলবে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ এখন অতীত। সকলের চোখ পরবর্তী মরশুমের দিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর চক্র অ্যাশেজ টেস্ট দিয়ে শুরু হবে। যেখানে আগামী শুক্রবার বার্মিংহামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ভারত ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে আগামী জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
যেখানে তারা ডোমিনিকা (১২-১৬ ই জুলাই) এবং ত্রিনিদাদে (২৯-২৪ শে জুলাই) দুটি টেস্ট ম্যাচ খেলবে৷ ওয়েস্ট উইন্ডিজ সফরের পরে, ভারত ৩ ম্যাচের সিরিজের জন্য ডিসেম্বর এবং জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় সফর করবে। এরপরে ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। বিসিসিআই ঘরের মাঠে বাংলাদেশ (সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪) এবং নিউজিল্যান্ড (অক্টোবর-নভেম্বর ২০২৪) সঙ্গে ম্যাচ আয়োজন করবে। ২০২৪ সালের নভেম্বর মাসে ভারত ৫ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় যাবে। যা দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৫) নির্ধারিত সূচী শেষ হবে।
আরও পড়ুন: এনসিএতে নিজের রিহ্যাব নিয়ে বড় আপডেট দিলেন ঋষভ পন্থ
আইসিসি ক্রিকেটের জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেছেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটকে আরও রোমাঞ্চকর করেছে, খেলোয়াড় এবং সমর্থকদের জন্য এই টুর্নামেন্ট সত্যিই অন্য মাত্রায় গিয়েছে। দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার জন্য ২ বছর ধরে লড়াই করছে।"শেষবার এই টুর্নামেন্টে ব্যবহৃত পয়েন্ট শতাংশ সিস্টেম লিডারবোর্ড দ্বারা দলগুলি একটি জয়ের জন্য ১২ পয়েন্ট, টাইয়ের জন্য ৬ এবং ড্রয়ের জন্য ৪ পয়েন্ট পেয়ে থাকে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুবারই রানার্স আপ হয়েছে। ফাইনালে নিউজিল্যান্ড (২০২১) ও অস্ট্রেলিয়ার কাছে (২০২৩) হেরেছে।