আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেই অধিনায়ক বুমরাহ, সুযোগ পেলেন রিঙ্কু সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সোমবার আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আর এই সিরিজেই চোট সারিয়ে ভারতীয় দলে দুর্দান্ত কামব্যাক করলেন যশপ্রীত বুমরাহ। কামব্যাক করেই দলের নেতৃত্ব দেবেন বুমরাহ। ক্যারিবিয়ান সিরিজের পরেই আয়ারল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। ১৮ থেকে ২৩ অগস্টের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর এশিয়া কাপে নামবে তারা।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে খেলবেন বিরাট কোহলি?
এই সফরে একঝাঁক তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া হয়েছে। সহ অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। প্রথমে মনে করা হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতত্বে তরুণ ক্রিকেটারদের নিয়ে মাঠে নামবে ভারত। কিন্তু নির্বাচকরা পান্ডিয়াকেও বিশ্রামে রাখলেন। চোট সারিয়ে দলে ফেরা বুমরাহের হাতেই নেতৃত্বের ভার তুলে দিলেন। পাশাপাশি চোট সারিয়ে ফের প্রসিদ্ধ কৃষ্ণকেও এই দলে রাখা হয়েছে। এছাড়াও দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, বাংলার মুকেশ কুমার এবং শাহবাজ় আহমেদকে।
একনজরে ভারতীয় দল: যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গাইকোয়াড (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা(উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বৈষ্ণই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, আভেস খান।