ভারতের বিরুদ্ধে খেলার আগে ওয়েস্ট ইন্ডিজের এই সকল ক্রিকেটাররা সুযোগ পেলেন অনুশীলন শিবিরে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নির্বাচক প্যানেল ভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অনুশীলন শিবিরের জন্য দল ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজে হতে চলা এই সিরিজের আগে প্রস্তুতি শিবিরের অংশগ্রহণ করবেন নির্বাচিত এই ক্রিকেটাররা।
খবর অনুযায়ী, জেডেন সিলস তাঁর রিহ্যাবের পর ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে ফিরতে চলেছেন। দ্রুত গতির এই বোলার শেষ খেলেছিলেন গতবছর ডিসেম্বর মাসে পার্থ স্টেডিয়ামে। এরপর ডিসেম্বর মাসে হাঁটুর অস্ত্রপোচার করেন জেডেন এবং তারপর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল দলের সাহায্যে রিহ্যাব শুরু করেন।
আরও পড়ুন- মোহনবাগানে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষককে দেখার জন্য কী করতে হবে?
অনুশীলনের জন্য যে সকল খেলোয়াড়দের ডাকা হয়েছে তারমধ্যে আলিক আথানেজ, কাভেম হজ এবং কার্ক ম্যাকেনজির মতো ব্যাটার এবং আকীম জর্ডান এবং জেয়ার ম্যাকএলিস্টারের মতো বোলাররা এর আগে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলেন নি।
শুক্রবার থেকে অ্যান্টিগুয়ার কুলিজ ক্রিকেট মাঠে অনুশীলন শিবির শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ দলের।
ক্রাইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলিক আথানেজ, জারমেইন ব্ল্যাকউড, ক্রুমাহ বনার, ট্যাগেনারাইন চন্দ্রপল, রাহকীম কর্নওয়াল, জোশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আকীম জর্ডান, জেয়ার ম্যাকএলিস্টার, কার্ক ম্যাকেনজি, মার্কুইনো মিন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান