এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার প্রথম টেস্ট খেলতে নামবে রোহিত শর্মার ভারতীয় দল। এর আগে ৮ বার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে মাত্র ১ বার সিরিজ দ্র করেছে ভারত বাকি ৭বার সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা দল। একদিকে যেমন ভারতীয় দলের লক্ষ্য থাকবে প্রথমবার সিরিজ জয়ের অন্যদিকে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির সামনে রয়েছে নতুন মাইলফলক ছোঁয়ার সুবর্ণ সুযোগ। প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ রানের তালিকায় প্রথমে রয়েছেন শচীন তেন্ডুলকার। এর পরেই রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ এবং রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন- নেরোকার বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং
বর্তমানে কোহলির দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ময়াচে রান সংখ্যা ১৪ ম্যাচ খেলে ১২৩৬। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংখ্যার তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি রান করেছেন শচীন। ২৫টি ম্যাচ খেলে তিনি রান করেছেন ১৭৪১।
অন্যদিকে রাহুল দ্রাবিড় ২১ ম্যাচে ১২৫২ রান করেছেন এবং বীরেন্দ্র সেহওয়াগ ১৫ ম্যাচে ১৩০৬ রান করেছেন।
আরও পড়ুন- যুবভারতী ক্রীড়াঙ্গনে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের পক্ষে রায় দিল মোহনবাগান গ্যালারি
অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলির ব্যাটে রান এলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হয়ে যাবেন।
অন্যদিকে প্রথম টেস্ট ম্যাচে বৃষ্টির কারণে সমস্যায় পড়তে পারে দুই দল। ইতিমধ্যে আউটফিল্ডে জল থাকার কারণে টস পিছিয়ে যায়।