ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে অখুশি ভারত, প্রথম টেস্টের আগে চিন্তায় ম্যানেজমেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বুধবার ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আয়োজন নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট দল।
এই মুহুর্তে উইন্ডসর স্টেডিয়াম থেকে এক ঘন্টা দূরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়েছে ভারতীয় দল। একাধিক সূত্র মারফত খবর, এই আয়োজনে খুশি নয় ভারত। প্রায় এক ঘন্টা প্রতিদিন ভারতকে হোটেল থেকে মাঠে যেতে হচ্ছে, এবং টেস্ট ম্যাচ চলাকালীনও তাই করতে হবে।
এর ফলে খেলোয়াড়দের একদিনের খেলার পর বিশ্রামের সময় পেতে অসুবিধা হবে, আর এতে টেস্ট ম্যাচে দলের পারফর্মেন্সে বড় প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন - অজিঙ্ক রাহানের সাংবাদিক বৈঠকে রিপোর্টার হিসেবে হাজির রোহিত শর্মা
এদিকে স্থানীয় সময় সকাল ১০টায় (ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়) টেস্ট ম্যাচ শুরু হবে, যার জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই হোটেল ছাড়তে হবে সকাল সাড়ে সাতটায় বেরোতে হবে।
তবে এত দেরিতে দ্রুত এই আয়োজন পরিবর্তন করা কতটা সহজ হবে, সে নিয়ে চিন্তা রয়েইছে।
এদিকে ক্রিকেট বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতা এবং গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের ব্যর্থতা - এই দুইয়ে মিলিয়ে সিরিজটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে, এমনটা বলাই যায়।