এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন। ভাগ্যবান খেলোয়াড়দের মধ্যে একজন। ১৮ মাস আগে বিদেশে মালি হিসেবে কাজ করছিলেন। আইপিএলের সৌজন্যে এখন তিনি কোটিপতি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার স্পেন্সার জনসন গত বছর পর্যন্ত ‘ল্যান্ডস্কেপ’ গার্ডেনার হিসেবে কাজ করলেও দুবাইয়ে গত ১৯ ডিসেম্বর আইপিএল নিলামে তাঁর ভাগ্য পাল্টে যায়। স্পেন্সারকে গুজরাত টাইটানস ১০ কোটি টাকায় দলে নিয়েছে। ফলে তাঁর মায়ের মুখেও হাসি ফুটিয়েছে। তবে তাঁর যাত্রাপথটাও সহজ ছিল না। একটা সময় ছিল যখন স্পেন্সার জনসনের ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল।
আরও পড়ুন: ‘বাস্তবকে মেনে নিতে হবে’- অবসর নেওয়ার আসল কারণ বললেন মেহতাব
২৮ বছর বয়সী এই স্পেন্সার জনসন ৮ মাস আগেও আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিগ ব্যাশের সঙ্গে কোনো চুক্তি ছিল না। তিনি ল্যান্ডস্কেপে গাছ লাগানোর করতেন। ২০১৭ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সময়, তিনি পায়ে স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হন। যার কারণে ৩ বছরের জন্য ক্রিকেটের বাইরে ছিলেন এবং তারপরে চুক্তিটিও তাঁর হাতের বাইরে চলে যায়।
অস্ত্রোপচার ও রিকোভার করার পর ২০২২ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে পুনরায় চুক্তিবদ্ধ হন এই পেসার এবং চলতি বছরের জানুয়ারিতে ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগে অভিষেক হয়। বিগ ব্যাশ লিগের গত মরসুমে স্পেন্সার ১৫০ কিলোমিটারের বেশি জোরে বোলিং করে সবাইকে মুগ্ধ করেছিলেন। প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরার কোচিংয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিয়েছে। আশ্চর্যজনক ভাবে এই স্পেন্সার তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৩ টি ম্যাচ খেলেছেন এবং ২ টি উইকেট পেয়েছেন।