এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইন্টার মায়ামিতে মেসি বরণ। মেসি দলে আসছেন, এই ঘোষণার পর থেকেই ইন্টার মায়ামির সমর্থকদের মধ্যে শুরু হয়েছিল প্রতীক্ষা। কবে প্রিয় ফুটবল নায়ককে গোলাপী জার্সিতে দেখা যাবে। অবশেষে ভারতীয় সময় সোমবার ভোরে যাবতীয় অপেক্ষার অবসান ঘটল।
আরও পড়ুন: নিজের গুরুকুলের শিক্ষার্থী এখন উইম্বলডন চ্যাম্পিয়ন, উত্তরসূরিকে নিয়ে গর্বিত নাদাল
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ভূমিকায় এলেন রাজপুত্র। ভারতীয় সময় সোমবার ভোর ৫.৩০ নাগাদ ইন্টার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে দর্শকদের সামনে হাজির করানো হয় মেসিকে। গোটা গ্যালারি জুড়ে মেসি মেসি শব্দের মধ্যেই মঞ্চে প্রবেশ করলেন ফুটবলের রাজপুত্র। তাঁর হাতে দলের ১০ নম্বর জার্সি তুলে দেন ক্লাবের দুই কর্ণধার ডেভিড বেকহ্যাম, জোস মাস।
আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি।
আনুষ্ঠানিকভাবে যোগদানের পর মেসি বলেন, "আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মায়ামির মানুষদের, তাঁরা যেভাবে আমায় স্বাগত জানালেন তা অভূতপূর্ব। আমি এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাবো জোস এবং বেকহ্যামকে এইভাবে স্বাগত জানানোর জন্য। খুব তাড়াতাড়ি দলের জন্য অনুশীলন শুরু করবো। ক্লাবের সাফল্যের ধারা বজায় রাখাই আমার লক্ষ্য।"