আইপিএল ২০২৩: জীবন বাজি রেখে ফাইনালের টিকিট তোলার প্রচেষ্টা! নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিবেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার ২০২৩ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং আসন্ন রবিবার আইপিএল ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে সৃষ্টি হয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা। খবর অনুযায়ী, ম্যানেজমেন্টের ভুলেই সৃষ্টি হয়েছে এই বিশৃঙ্খলার। স্টেডিয়ামের বাইরের পরিবেশ শোচনীয় হয়ে ওঠে যখন মানুষ টিকিট কাটতে গিয়ে পদপিষ্টের শিকার হন।
শোনা যাচ্ছে যে, ম্যানেজমেন্টের তরফে অফলাইন টিকিটের সম্বন্ধে কোনো সরকারি ঘোষণা না হওয়ার কারণে অত্যাধিক ভিড় জমা হয় স্টেডিয়ামের সামনে।
আরও পড়ুন- জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শেষ হতে চলেছে ২০২৩ আইপিএল!
২৫ মে সকাল ১১ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা ছিল বলে জানা গেছে। যে সমস্ত ব্যাক্তি অনলাইনে টিকিট কেটেছিলেন তাঁরাও বক্স অফিস টিকিট কাউন্টারের সামনে ভিড় জমান টিকিট সংগ্রহ করতে।
শত-শত মানুষ ফাইনাল ম্যাচের টিকিটের আশায় স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করতে থাকেন। এরপর স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আইপিএল-এর প্লে অফ ম্যাচগুলির টিকিটের ব্যবস্থা ফ্র্যাঞ্চাইজিগুলির বদলে বিসিসিআই করে। ফলে এই অপ্রত্যাশিত পরিস্থিতির দায় বিসিসিআইয়ের বলে মনে করছে ক্রিকেট মহল।
সরকারি নোটিশ অনুযায়ী, ম্যাচের দিনগুলিতে স্টেডিয়ামের বাইরে টিকিট সংগ্রহ করা যাবেনা। যেহেতু শুক্রবার, ২৬ মে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ রয়েছে তাই টিকিট নিয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। বক্স অফিস কাউন্টার আবার ২৭ মে শনিবার খোলা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ১ লক্ষেরও বেশি। ফলে শনিবারও এই বিশৃঙ্খল পরিবেশ দেখা যেতে পারে বলেই মনে করছে ক্রিকেট মহল।