এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএলের ইতিহাসে রেকর্ড নিলামের নজির গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। ২০.৫০ কোটি টাকা দিয়ে কিনল অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং বোলার প্যাট কামিংসকে।
আরও পড়ুন- মার্চের শেষ থেকে শুরু হতে পারে আইপিএল ২০২৪
প্রথমে নিলামে কেনার দৌড়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। হঠাৎই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ এই নিলামে দৌড়ে চলে আসে এবং রেকর্ড নিলামের পথে যান তাঁরা।
আইপিএলের ইতিহাসে সবথেকে সর্বোচ্চ দামের নিলামের রেকর্ড। ঠিক একমাস আগেই অধিনায়ক হিসেবে বিশ্বসেরার ট্রফি তুলেছেন প্যাট কামিংস। খেলোয়াড় হিসেবেও যথেষ্ট প্রতিভাবান। তবে আইপিএলে কতটা ভালো খেলতে পারবেন তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেট মহল।