এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সূত্রের খবর, আগামী ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে আইপিএল। এমনটাই চিন্তা ভাবনা বিসিসিআই-এর। তবে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তারিখের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কিন্তু প্রত্যেকটি দেশের জাতীয় ও ক্রিকেট বোর্ড অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের উপস্থিতির সম্পূর্ণ আশ্বাস দিয়েছে। তবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কিছু শর্তসাপেক্ষ অনুমোদন দিয়েছে বলে এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন - আইপিএলের নিলাম টেবিলে থাকবেন ঋষভ পন্থ
অস্ট্রেলিয়ান পেসার জস হেজলউড বাদে তার সমস্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। হেজলউড যোগ দেবেন মে মাসে। শুধুমাত্র শেফিল্ড শিল্ড ফাইনাল ছাড়া অস্ট্রেলিয়া বোর্ড তাদের পূর্ণ সহায়তা দেবে বলে জানিয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় যদি কোন খেলোয়াড় আগে থেকে চোট না পেয়ে থাকেন, তাহলে তারা আইপিএলে খেলবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই শোনা গেছে ইংল্যান্ড স্পিনার রেহান আহমেদ নিলাম থেকে নিজের নাম তুলে নিয়েছেন।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তাসকিন আহমেদ এবং মহম্মদ শরিফুল ইসলাম আইপিএলে খেলবেন না। তবে বাংলাদেশ বোর্ড মুস্তাফিজুর রহমান এর আইপিএলে অংশগ্রহণ মঞ্জুর করেছে কিছু শর্তসাপেক্ষ অনুমোদন নিয়ে।
আরও পড়ুন - টি-টোয়েন্টি লিগে ব্যান হলেন আফগান তারকা ক্রিকেটার
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী ৩ এপ্রিলে বাংলাদেশের সঙ্গে সিরিজ শেষ হওয়ার পর তাদের খেলোয়াড়রা যোগ দিতে পারবেন। তবে টেস্টে না খেলার দরুন দুষ্মন্ত চামিরা, ওয়ানিন্দু হসরাঙ্গা, মাথিশা পাথিরানা ও মহেশ থিকসনা পুরো আইপিএলে থাকবেন বলে জানিয়েছেন তারা।