এবারের আইপিএলের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছেন ১৩ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। বিহারের এই তরুণ ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় সই করিয়েছে রাজস্থান রয়্যালস। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়লেও আইপিএল তাবড় তাবড় নামদের টেক্কা দিয়ে প্রথম একাদশে জায়গা করতে পারবেন বৈভব? নেটে কিন্তু নিজের জাত চেনাচ্ছেন তিনি।
আরো পড়ুন...আসন্ন আইপিএলের জন্য বিশেষ বিজ্ঞাপনে মজার কাজ করলেন ভারতের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ, যেখানে তিনি কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের একটি সমালোচনামূলক ধারাভাষ্যর নকল করেছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, সেই ধারাভাষ্য ছিল পন্থের উদ্দেশ্যেই।
আরো পড়ুন...