এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের তারকা দ্রুত গতির বোলার জসপ্রিত বুমরাহ চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে। পিঠের চোটের কারণে তিনি ইতিমধ্যে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন নি। চোট সমস্যায় তিনি অংশগ্রহণ করেননি ২০২৩ আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। কবে ফিরবেন বুমরাহ? সেই প্রশ্নেরই উত্তরের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সম্প্রতি বুমরাহ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছাড়েন যেখানে তাঁকে নেটে বোলিং অনুশীলন করতে দেখা যায়।
আরও পড়ুন- ব্যাডমিন্টনে বিশ্ব রেকর্ড গড়লেন সাত্ত্বিক সাইরাজ
বুমরাহকে বল হাতে দেখে অবশ্যই স্বস্তি ফিরবে দেশবাসীর। বিশেষ করে সামনেই ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ এবং এশিয়া কাপ। তার আগে ফিট হয়ে বুমরাহ জাতীয় দলে ফিরে আসুক সেই আশাতেই রয়েছেন ক্রিকেট ভক্তরা।
https://www.instagram.com/reel/Cu04TXdqaSp/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
প্রসঙ্গত, এপ্রিল মাসে পিঠের অস্ত্রপোচার করাতে নিউজিল্যান্ডে গিয়েছিলেন বুমরাহ।