কঠিন ম্যাচ জিতে খুশি জুয়ান, আশিক নিয়ে দিলেন বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাছিন্দ্রা এফসিকে ৩-১ ফলাফলে পরাজিত করে জুয়ান ফেরান্দোর মোহনবাগান। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়েছেন কঠিন ম্যাচ জিতে দল নিয়ে তিনি খুশি তবে দল আরও উন্নতির জন্য পরিশ্রম করবে।
জুয়ান বলেছেন, "কঠিন ম্যাচ ছিল। প্রতিপক্ষ প্রথমার্ধে বেশ ভাল খেলে এবং আমাদের বেশি জায়গা দেয়নি। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব। আমার জন্য 'ম্যাচ বাই ম্যাচ' অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন- আনোয়ারের জোড়া গোলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে মোহনবাগান
গোলের সুযোগ নষ্টের বিষয় সবুজ মেরুন কোচ বলেছেন, " আমরা বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করি কিন্তু ঠিক আছে। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। কঠিন ম্যাচে একত্রে খেলে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের আরও উন্নতি করতে হবে।"
এদিন ম্যাচের মাঝে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন আশিক কুরুনিয়ান। এই বিষয় জুয়ান বলেছেন, "তিনদিনে ২টি ম্যাচ তাই খেলোয়াড়দের ক্র্যাম্প হবেই। তবে আশিক পরবর্তী ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন।"
আরও পড়ুন- পাঞ্জাবকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল
এর সাথে তিনি যোগ করেছেন, "বহু ফুটবলার কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ খেলছেন। তাই ফুটবলারদের ৯০ মিনিট ফিট থাকা সমস্যার বিষয়৷ আমরা আশা করছি আরও উন্নতি করব।"