এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান সময়ে বাংলায় ক্যারাটে-ডো এর প্রচলনে বড় ভূমিকা রেখেছেন ক্যারাটেকার প্রেমজিৎ সেন, যিনি বর্তমানে ক্যারাটে-ডো অ্যাসোসিয়েন অফ বেঙ্গলের সভাপতি। এবার বিশ্বমঞ্চে বড় স্বীকৃতি পেলেন প্রেমজিৎ। বিশ্ব ক্যারাটে ফেডারেশনের কুমিতে ও কাটার রেফারিং ও বিচারকের সর্বোচ্চ বিভাগ অর্থাৎ এ গ্রেডে উঠলেন তিনি।
সদ্য দুবাইয়ে ২৬তম বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এই কৃতিত্ব অর্জন করেছেন প্রেমজিৎ। বলা বাহুল্য, বর্তমানে তিনি ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের রেফারি কমিশনের চেয়ারম্যান, যা বিশ্ব ক্যারাটে ফেডারেশনের স্থায়ী সদস্য ও ভারতে জাতীয় ক্যারাটের প্রকৃত প্রতিষ্ঠান।
১১৭টি দেশ থেকে প্রায় ৩৭০ জন পরীক্ষার্থী এই বছর দুবাইয়ে বিশ্ব ক্যারাটে ফেডারেশনের রেফারি ও বিচারক পরীক্ষায় বসেছিলেন। এবং সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে এ গ্রেডের রেফারির কৃতিত্ব অর্জন করেছেন।
এই কৃতিত্ব পেয়ে হানসি প্রেমজিৎ সেন বলেছেন, "আমি কঠিন পরিশ্রম ও সত্যে বিশ্বাস করি, আর সেই কারণে, আমি আজ এখানে দাঁড়াতে পারে গর্বিত। আমি ঈশ্বর ও আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার পাশে সব সময় দাঁড়িয়েছে এবং আমায় এই উচ্চতায় পৌঁছনোর জন্য অনেক আত্মত্যাগ করেছেন।"