এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিহারের গোপালগঞ্জের সদর ব্লকের একটি গ্রাম দরগা মহল্লার আলী আহমেদ হোসেনের বাড়িতে তখন সবার নজর ২০২৪ এর আইপিএল নিলামের খবরের দিকে। এমনকি ফোনও পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাড়ির সবাই। কিছুক্ষণ বাদেই একটি খবরে আনন্দে ভরপুর হয়ে যায় সবার মন। পুরো বাড়ি জুড়েই হঠাৎই উৎসবমুখর পরিবেশ। কেননা বাড়ির ছেলে ‘লাল’ ২০২৪ এর আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স এর দলে নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জের দরগা মহল্লার ‘লাল’ ওরফে সাকিব হুসেন কে খেলতে দেখা যাবে ২০২৪ এর আইপিএল-এ। কীভাবে খেলার জগতে এলেন সাকিব? চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- আংক্রিশ রঘুবংশী: ভবিষ্যতের রোহিত শর্মাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স
ডানহাতি ফাস্ট বোলার সাকিব হুসেন আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত। চেন্নাই সুপার কিংসে নেট বোলার হিসেবে খেলেছেন। মহেন্দ্র সিং ধোনিকে গুরু হিসাবে মানেন সাকিব। বাবা আলী আহমেদ হুসেনের মতে, সাকিব ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী ছিলেন। সাকিবের বাবা, দরগা মহল্লার বাসিন্দা আলি আহমেদ হুসেন পেশায় একজন কেন্দ্র শ্রমিক। খেলার নেশা এতটাই ছিল যে শহরের মিঞ্জ স্টেডিয়ামে প্রায় দৌড়েই খেলা দেখতে যেত সে। প্রধানত খেলা দেখেই তার মনে ইচ্ছে হয় যে একদিন ভালো খেলে সে পরিবারের নাম উজ্জ্বল করবে। এবং হয়তো আজ সে সেদিকেই এগোচ্ছে।
ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার পর সাকিব ক্রিকেট জগতে প্রবেশ করেন এবং উন্নতির শিখরে উঠতে থাকেন। তিনি ক্রিকেটের প্রতি এতটাই অনুরাগী ছিলেন যে ক্রিকেট খেলার তাগিদে প্রায় পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতেন। সাইকেল না থাকলে পায়ে হেঁটে রওনা দিতেন। অদম্য জেদ ও কঠোর পরিশ্রমের কারণেই হয়তো তিনি আজ এই জায়গায়।
সাকিব এর ক্রিকেট জীবনে আমূল পরিবর্তন আসে ২০২১ সালে। বিহারের পাটনার লীগ ম্যাচে তার নজরকাড়া পারফরমেন্স সবার চোখে পড়ে। যেমন তার বোলিং এর লাইন লেন্থ, তেমন ই সুইং। এর পর তার ক্রিকেট জীবন নিয়ে দ্বিতীয় চিন্তা করতে হয়নি। বিহারের অনূর্ধ্ব ১৯ দলে নিজের জায়গা করে নিয়েছেন গোপালগঞ্জের সাকিব। তার পরেই বেঙ্গালুরু গিয়ে নিজের প্রতিভা কে আরোও শান দেওয়ার সুযোগ পান সাকিব।
২০২২ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে মাঠে নামেন সাকিব। সেখানেও তার নজরকাড়া পারফরমেন্স। গুজরাটের বিরুদ্ধে ২০ রান দিয়ে নেন চারটি উইকেট। তার মধ্যে নিজের চতুর্থ ওভারে নিয়েছেন দুটো উইকেট। বোলার হিসেবে সাকিব যে ‘পেস বোলিং ভবিষ্যৎ’, তা নিয়ে কোনো দ্বিমত প্রকাশের জায়গা নেই।
বেস প্রাইজ কুড়ি লাখেই কেকেআরের দলে জায়গা করে নিয়েছেন গোপালগঞ্জের সাকিব হুসেন। যে অদম্য জেদ আর আর কঠোর পরিশ্রমে তিনি এই জায়গায় উঠে এসেছেন আশা করা যেতে পারে। ২০২৪ এর আইপিএলে তার প্রতিফলন দেখা যাবে।