এএফসি কাপে মোহনবাগানের প্রতিপক্ষ মাছিন্দ্রা এফসি কেমন দল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বুধবার এএফসি কাপের প্রিলিমিনারি পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে নেপালের মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি ধারে-ভারে-শক্তিতে নিঃসন্দেহে এগিয়ে সবুজ-মেরুণ ব্রিগেড, তবে মাছিন্দ্রা এফসিও নিজেদের দেশের মান বজায় রাখতে চাইবে।
আরও পড়ুন - চলে গেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ি
কিন্তু কেমন দল এই মাছিন্দ্রা এফসি? এর আগে যোগ্যতা অর্জন পর্বে ভুটানের পারো এফসির বিরুদ্ধে ৩-২ ফলে জিতে প্রিলিমিনারি পর্বে এসেছে মাছিন্দ্রা। চলুন দেখে নিই, কেমন দল এই মাছিন্দ্রা এফসি।
১৯৭৩ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় মাছিন্দ্রা এফসি। যদিও গত চার মরশুম ধরে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে তারা খেলছে, যেখানে ইতিমধ্যেই মার্টিরস মেমোরিয়াল এ ডিভিশন লিগ (নেপালের শীর্ষস্থানীয় লিগ) জিতেছে দুইবার। সদ্য লিগে রানার্স আপ হয়েছে মাছিন্দ্রা, এছাড়া চলতি বছরে কেপি ওয়েল কাপও জিতেছে তারা।
আরও পড়ুন - মোহনবাগানকে হারাতে মানসিক ভাবে প্রস্তুত মাছিন্দ্রা এফসি, জানালেন বিশাল শ্রেষ্ঠ
তবে পারো এফসির বিরুদ্ধে ম্যাচের আগে শেষবার মাছিন্দ্রা মাঠে নেমেছিল গত জুন মাসে। শেষ চার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচেই জিতেছে তারা, যেখানে মোট ১১টি গোল করেছে তারা।
মাছিন্দ্রা দলের সব থেকে বড় অস্ত্র হলেন নাইজেরীয় ফরোয়ার্ড আফিজ ওলাডিপো। ২৮ বছর বয়সী এই ফুটবলার গত মরশুমের লিগে ২৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এছাড়া নেপালের অন্যতম সেরা খেলোয়াড় বিমল মাগারও রয়েছেন এই দলে। বলা বাহুল্য, ২০১৭-১৮ মরশুমে মোহনবাগান দলে ছিলেন বিমল।
আরও পড়ুন - মোহনবাগানের আক্রমণ আটকাতে শক্তিশালী রক্ষণই ভরসা কিশোর কুমারের
আর অবশ্যই মাছিন্দ্রার কোচ কিশোর কুমার কেসির ভূমিকা এই ম্যাচে দেখার মত হবে। গত মার্চ মাসেই দায়িত্ব নেওয়া কিশোর আক্রমণাত্মক ফুটবল খেলাতে পছন্দ করেন। ৫৮ বছর বয়সী এই প্রশিক্ষক ৪-৩-৩ ফর্মেশনে খেলান, যেখানে তিনি তার ফরোয়ার্ডদের আরও উপরে খেলতে দেন। যে কারণে লিগে এত বেশি গোল করেছে মাছিন্দ্রা।
যদিও বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে নামবে মাছিন্দ্রা, তবে ম্যাচে ছাপ রাখার চেষ্টা রাখবে নেপালের হেভিওয়েট এই ক্লাব।