এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য আইপিএল নিলামে একাধিক নতুন নামকে তুলে এনেছে কলকাতা নাইট রাইডার্স। আর এর মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার রাশিখ সালাম দার। বেস প্রাইসে রাশিখকে তুলে নেয় কেকেআর।
তবে এটিই রাশিখের প্রথম আইপিএল নয়, এর আগে ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমবার ওকে তুলে আনে। কিন্তু কে এই রাশিখ সালাম? কাশ্মীরের ভয়াবহতা থেকে শুরু করে ক্রিকেটে নিষেধাজ্ঞা - সমস্ত কিছুকে অতিক্রম করে এসেছেন রাশিখ।
২০০১ সালের ৫ এপ্রিল জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জন্মগ্রহণ করেন রাশিখ। সেখানে সর্বদাই সেনাবাহিনী, জঙ্গিহানা ও আন্দোলনের পরিবেশে থাকতে হয়েছিল রাশিখকে। কিন্তু নিজের ভালোবাসা ক্রিকেটকে নিয়েই মেতে ছিল তরুণ রাশিখ।
২০১৮ সালের ৩ অক্টোবর জম্মু ও কাশ্মীরের হয়ে লিস্ট এ ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক করেন রাশিখ। আর সেই সময়ে রাশিখকে খুঁজে বার করে মুম্বই ইন্ডিয়ান্স। সেই বছরই আইপিএল নিলামে রাশিখকে তুলে নেয় মুম্বই, যার জেরে জম্মু ও কাশ্মীরের তৃতীয় খেলোয়াড় হিসেবে সুযোগ পান তিনি।
কিন্তু এরপরেই ঘটে বিপদ। ২০১৯ ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল রাশিখের। কিন্তু ভুয়ো জন্মপঞ্জি দেওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড রাশিখকে বয়স-বিভ্রাটের অপরাধে দুই বছরের জন্য সমস্ত ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেয়।
এবং তা তরুণ রাশিখের কাছে যেন মাথায় বাজ পড়ার মত। কিন্তু এই পরিস্থিতিতে রাশিখের কেরিয়ার যাতে শেষ না হয়, তার ব্যবস্থা করে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২০ আইপিএলের সময়ে তাকে নেট বোলার হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যায়। এরপর জম্মু ও কাশ্মীর থেকে মুম্বই রাজ্য দলে নিয়ে আসা হয় রাশিখকে। সেখানে ক্লাব ক্রিকেট ও স্থানীয় টুর্নামেন্ট খেলেন তিনি।
আর ক্রিকেটে নিজের দুর্দান্ত পারফর্মেন্সের জেরে কলকাতা নাইট রাইডার্স সই করায় রাশিখকে। এখন আবারও সুযোগ রয়েছে ২০ বছরের এই পেসারের, যাতে মূলধারার ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেন।