প্রকাশিত হল এশিয়ান কাপের সময়সূচী! ভারতের ম্যাচ কবে, কোথায়? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার কাতারে ২০২৩ এএফসি এশিয়ান কাপের সরকারি গ্রুপ বিন্যাস করা হয়। বি গ্রপে স্থান হয় ভারতের। যেখানে ভারতীয় ফুটবল দল সিরিয়া, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হবে। ফিফা র্যাঙ্কিংয়ে তিনটি দেশই বেশকিছুটা এগিয়ে রয়েছে ভারতের থেকে, ফলে নকআউটে ওঠা বেশ কঠিন হতে চলেছে সুনীল ছেত্রীর দলের জন্য।
১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সাথে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ এএফসি এশিয়ান কাপ। গ্রুপ পর্যায় ভারত প্রথম ম্যাচটি খেলবে ১৩ই জানুয়ারি। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারতীয় সময় বিকেল ৫ টায় আহমাদ বিন আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত।
এরপর ১৮ই জানুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা ৮টায় উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এই ম্যাচটিও হবে আহমাদ বিন আলি স্টেডিয়ামে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি ভারত খেলবে আল বাইত স্টেডিয়ামে সিরিয়ার বিরুদ্ধে। ম্যাচটি হবে ২৩ জানুয়ারি ভারতীয় সময় বিকেল ৫টায়।
এশিয়ান কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি শেষ হবে ২৫ জানুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ই ফেব্রুয়ারি।