এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আচমকাই দেশে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে আঙ্গুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড।
আরও পড়ুন: বাগানে মালি থেকে কোটিপতি! অস্ট্রেলিয়ান এই পেসার আজ আইপিএলের সৌজন্যে কোটিপতি
ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছে বিরাট কোহলির হঠাৎ করেই জাতীয় দল ছেড়ে দেশে ফেরা। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি টেস্ট স্কোয়াডের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন। প্রিটোরিয়ায় তিন দিনের ইন্টার স্কোয়াড অনুশীলন ম্যাচে মাঠে নামার কথা ছিল তাঁর। তবে আপৎকালীন পারিবারিক প্রয়োজনে তিনি ভারতে ফিরেছেন বলে খরব। ঠিক কোন প্রয়োজনে দল ছেড়ে বিরাটকে দেশে ফিরতে হয়, সেটা স্পষ্ট হয়নি। যদিও বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছেন, প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই ফিরে আসবেন কোহলি।
মহম্মদ শামি ও ঈশান কিষানের পরে এবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান। ফলে তিনি তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁর জায়গায় ওয়ান ডে অভিষেক হয় রজত পতিদারের। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে রুতুরাজের চোট না সারার কথা জানানো হয় তৃতীয় ওয়ান ডে-র আগে। আঙুলের সেই চোটই রুতুরাজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে দেয় শেষমেশ।