সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালস বড়সড় সুবিধা করে দিল কলকাতা নাইট রাইডার্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আইপিএল ২০২৪-এ দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে পরাজিত হল চেন্নাই সুপার কিংস। আর এই হারের জেরে বড়সড় সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের। চেন্নাইয়ের হারের জেরে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেল কলকাতা।
দিল্লির কাছে হারায় চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়িয়েছে তিন ম্যাচে ৪ পয়েন্ট। তবে নেট রান রেট কমে দাঁড়িয়েছে ০.৯৭৬। এদিকে কলকাতা নাইট রাইডার্স দুই ম্যাচ থেকে দুটি জিতে ৪ পয়েন্ট। কিন্তু তাদের নেট রান রেট সব থেকে বেশি (১.০৪৭)। যার ফলে চেন্নাইকে দ্বিতীয় স্থানে ফেলে শীর্ষে উঠেছে কলকাতা।
আরও পড়ুন - দিল্লির বিরুদ্ধে হারের জন্য এই সতীর্থকে দায়ী করলেন চেন্নাই অধিনায়ক
অন্যদিকে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্সেরও চার পয়েন্ট, যদিও রাজস্থান দুটি ম্যাচ ও গুজরাট তিনটি ম্যাচ খেলেছে। তবে দুজনেরই নেট রান রেট কলকাতা ও চেন্নাইয়ের থেকে কম। রাজস্থানের নেট রান রেট ০.৮০০ ও গুজরাটের -০.৭৩৮।