এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। এবং প্রশ্ন হল, ভারতের কোন ম্যাচ আর কয়টি ম্যাচ পাবে কলকাতার ইডেন গার্ডেন্স? এবার সেই প্রশ্নের উত্তর কার্যত মিলল, তা বলাই যায়।
সম্প্রতি আইসিসিকে বিশ্বকাপের খসড়া সূচি পাঠিয়েছে বিসিসিআই। এরপর সেই সূচি যাবে অংশগ্রহণকারী দেশগুলির কাছে, যেখানে তারা তাদের সম্মতি জানাবে এবং আগামী সপ্তাহের শুরুর দিকে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হতে পারে।
সেই খসড়া সূচিতে দেখা যাচ্ছে, ইডেনে ভারতের কেবল একটিই ম্যাচ পড়বে। আগামী ৫ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ ভারত খেলবে কলকাতায়।
বলা বাহুল্য, নয়টি ভিন্ন শহরে ভারত নিজেদের গ্রুপ পর্বের নয়টি ম্যাচ খেলবে। তবে এর মধ্যে সব থেকে আলোচিত ম্যাচ, অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যা আগামী ১৫ অক্টোবর হবে।
খসড়া সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে।
এক নজরে দেখে নিই বিশ্বকাপের খসড়া সূচিতে ভারতের ম্যাচ কবে আর কোথায় পড়েছে -
৮ অক্টোবর - ভারত বনাম অস্ট্রেলিয়া - চেন্নাই
১১ অক্টোবর - ভারত বনাম আফগানিস্তান - দিল্লি
১৫ অক্টোবর - ভারত বনাম পাকিস্তান - আহমেদাবাদ
১৯ অক্টোবর - ভারত বনাম বাংলাদেশ - পুনে
২২ অক্টোবর - ভারত বনাম নিউজিল্যান্ড - ধর্মশালা
২৯ অক্টোবর - ভারত বনাম ইংল্যান্ড - লখনউ
২ নভেম্বর - ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল - মুম্বাই
৫ নভেম্বর - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা - কলকাতা
১১ নভেম্বর - ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল - বেঙ্গালুরু