এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসি ও সের্জিও র্যামোস ইতিমধ্যেই ছেড়েছেন, এবার ছাড়বেন দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। যা খবর, তাতে প্যারিস সেইন্ট-জার্মেইনকে নিজের বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।
২০২৪ সালের জুন মাস অবধি চুক্তিবদ্ধ এমবাপ্পে, এদিকে ২০২৫ সাল অবধি চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিএসজি। কিন্তু এল'একুইপের রিপোর্ট অনুযায়ী, ক্লাবকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন এমবাপ্পে।
এর ফলে যা সম্ভাবনা, পিএসজিকে এই সময়তেই এমবাপ্পেকে বিক্রি করতে হবে, নইলে ২৪ বছর বয়সী এই সুপারস্টারকে বিনামূল্যে ফ্রি এজেন্ট হিসেবে পরের বছর বাধ্য হয়ে ছাড়তে হবে পিএসজিকে।
এল'একুইপের রিপোর্ট অনুযায়ী, এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নয় পিএসজি। তবে এখনও এমবাপ্পেকে রাজি করাতে সময় রয়েছে পিএসজির হাতে। আগামী ৩১ জুলাই অবধি নিজের চুক্তি অনুযায়ী এক বছর চুক্তিবৃদ্ধি করতে পারবেন এমবাপ্পে।
আরও পড়ুন - চ্যাম্পিয়ন্স লিগ জিতেও ম্যানচেস্টার সিটি ছাড়তে চলেছেন পেপ গুয়ার্দিওলা
২০১৭ সালে মোনাকো থেকে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার অর্থে পিএসজিতে সই করেছিলেন এমবাপ্পে।