ইন্টার মায়ামিতে ফের মেসি ম্যাজিক! দলকে তুললেন সেমি ফাইনালে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে প্রতিটি ম্যাচেই লিওনেল মেসির পা থেকে নতুন নতুন চমক দেখা যাচ্ছে। ডেভিড বেকহ্যামের ক্লাবে ৫টি ম্যাচে টানা ৫ ম্যাচেই গোল করেছেন এলএমটেন। এ বার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লটের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল মায়ামি।নিজেদের ঘরের মাঠে ১২ মিনিটে শার্লটের বিরুদ্ধে এগিয়ে যায় মায়ামি।
আরও পড়ুন: আমার আয়ের তথ্য সত্য নয়! বড় মন্তব্য করলেন বিরাট কোহলি
পেনাল্টি থেকে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন জোসেফ মার্টিনেজ। এরপর ৩২ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান বাড়ান রবার্ট টেলর। ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। প্রথমার্ধে অবশ্য মেসির একটি শট রুখে দেন শার্লটের প্রতিপক্ষ। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে শার্লটের ডিফেন্ডার আদিলসন মান্ডালার আত্মঘাতী গোলে ৩-০ এগিয়ে যায় মায়ামি।
এরপর অবশেষে এসে সেই মুহুর্ত। ৮৬ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যান লিওনেল মেসি। কাম্পানার পাস থেকে শার্লটের জালে বল জড়িয়ে দিয়ে মায়ামির হয়ে স্কোরলাইন ৪-০ করেন মেসি। এই জয়ের ফলেই লিগস কাপের শেষ চারে চলে গেল ইন্টার মায়ামি।