মেসিকে প্রিমিয়ার লিগে খেলার আবদার করলেন এমি মার্টিনেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইন কি ছাড়বেন লিওনেল মেসি? এই নিয়ে জল্পনা বিস্তর। এই পরিস্থিতিতে এবার মেসির জন্য বড় আবেদন করলেন তারই আর্জেন্টাইন সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ।
বিশ্বকাপজয়ী এই গোলকিপার আবদার করেছেন, পিএসজি ছাড়লে মেসি যেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে আসেন। প্রয়োজনে নিজের বেতন কমাতেও রাজি এমি।
এই নিয়ে এক সাক্ষাৎকারে এমি মার্টিনেজ বলেছেন, "যদি পিএসজির সমর্থকরা আবারও মেসিকে কটুক্তি করে, আমি ওকে অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। এখানে চলে আসো বন্ধু। আমরা তোমায় লালন পালন করব। আমি তোমায় প্রতি সপ্তাহান্তে বার্বিকিউ খাওয়াব। আমরা সব রকম চেষ্টা করব এবং আমি নিজের বেতন কমাব।"
যা খবর, পিএসজির সাথে চুক্তি বাড়াতে ইচ্ছুক নন মেসি। যদিও বিশ্বের একাধিক ক্লাব থেকে প্রস্তাব রয়েছে, কিন্তু ইউরোপেই থাকতে চান মেসি।