মোহনবাগানকে হারাতে মানসিক ভাবে প্রস্তুত মাছিন্দ্রা এফসি, জানালেন বিশাল শ্রেষ্ঠ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে নেপালের মাছিন্দ্রা এফসি। সোমবার সাংবাদিক সম্মেলনে মাছিন্দ্রা এফসির ফুটবলার বিশাল শ্রেষ্ঠ তাঁদের দলের প্রস্তুতি এবং প্রতিপক্ষ মোহনবাগানের বিষয় বিস্তারিত কথা বলেন।
বিশাল বলেছেন, "মোহনবাগান ভালো দল। আমরা প্রস্তুত খেলার জন্য। কোচের কথা মতোই আমরা রক্ষণ ভাগ শক্তিশালী রাখব। কঠিন মানসিকতার সাথে মোহনবাগানের আক্রমণ রক্ষা করব।"
আরও পড়ুন- মোহনবাগানের আক্রমণ আটকাতে শক্তিশালী রক্ষণই ভরসা কিশোর কুমারের
প্রতিপক্ষ ফুটবলারদের বিষয় জিজ্ঞাসা করা হলে বিশাল বলেন, "প্রত্যেকেই ভালো তবে অস্ট্রেলিয়ার জেসন কামিংস মারাত্মক ফুটবলার।"
গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেশের বাইরে খেলা নিয়ে বিশাল বলেছেন, "সব সময়েই অ্যাওয়ে ম্যাচ খেলা কঠিন। কিন্তু আমরা পরিশ্রম করব এবং জেতার চেষ্টা করব। সমর্থকরা সবসময়েই ১২ তম খেলোয়াড় তাই কম র্যাংকের দেশের জন্য অ্যাওয়ে ম্যাচ খেলা অবশ্যই অসুবিধা।"
সবশেষে বিশাল বলেছেন, "মোহনবাগানে আনোয়ার, শুভাশিস, অনিরুধরা আছেন। তবে ফুটবল যেকোনো দল জিততে পারে। যেকোনো কিছু হতে পারে। এবং আমরা মানসিক ভাবে প্রস্তুত।"