বুঝতেই পারলাম না ম্যাচটা আমরা হেরে গিয়েছি! ম্যাচের ফলাফল কিভাবে ভুলে গেলেন সাক্ষী ধোনি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার ধোনি ভক্তদের তাঁর ব্যাটিং দেখার ইচ্ছেপূরণ হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১৬ বল ৩৭* রান করেন ধোনি। চেন্নাই সুপার কিংস, দিল্লির কাছে হারলেও ধোনির ব্যাটিং নিয়ে আলোচনা চলছেই। ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনি ম্যাচের শেষে একটি ইন্সটাগ্রাম স্টোরি পোস্ট করেছেন।
দিল্লির বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ‘ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য ম্যাচ’ এর পুরস্কার পেয়েছেন। তাঁর ভক্তদের মতো ধোনির স্ত্রী-ও তাঁর ব্যাটিং উপভোগ করেছেন। ধোনির ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে সাক্ষী লিখেছেন, "হাই ডিয়ার মাহি! বুঝতেই পারলাম না যে গেমটা আমরা হেরে গিয়েছি।"
ধোনির ছবি দেওয়া ওই ইন্সটাগ্রাম স্টোরিতে সাক্ষী ঋষভ পন্থকেও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, "প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক ঋষভ পন্থ।" বিশাখাপত্তনমে ৩২ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। অনেকদিন পর পন্থকে তাঁর পুরনো ছন্দে দেখা গিয়েছে। যা দেখে সকলেই আনন্দিত।