এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এক্সট্রা টাইম বাংলা আয়োজিত বাংলার প্রথম স্পোর্টস পডকাস্ট এর প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন ওরফে ভিকি। ভক্তদের কাছে যিনি মিডফিল্ড জেনারেল। তবে এই পডকাস্টে কিন্তু ধরা দিয়েছিলেন এক অন্য মেহতাব। আর সেই মেহতাবের মধ্যে দিয়ে প্রকাশ পেল এই স্বীকারোক্তি। কেন এমন বললেন তিনি?চলুন দেখে নেওয়া যাক।
অনেকের মতে বরং কিছু বছর পরেই অবসর নিতে পারতেন মেহতাব। তার আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। এই পডকাস্টে এই সিদ্ধান্তের প্রতিফলন দেখিয়েছেন মেহতাব। তিনি বলছেন, তিনি তার খেলোয়াড় জীবনের পরিষদটা বুঝতে পেরেছিলেন। তিনি বাস্তবটাকে মেনে নিয়েছিলেন। কারণ একটা বয়স পর্যন্ত খেলা যায় তারপরে শরীরই জানান দিয়ে দেয়। এটাই বুঝতে চেয়েছেন বাংলার তথা ভারতের মিডফিল্ড জেনারেল।
তিনি এই প্রজন্মের খেলোয়ারদের উল্লেখ করে এও বলেছেন “যে ভাইগুলো এখনো খেলছে তাদের খেলাটা আনন্দ পাওয়া উচিত। আমি ওই জায়গায় থাকলে কি করতাম বা কি করতে পারতাম সেই ভেবে লাভ নেই।”একটা সময়ের পর সবাইকে দেখা ছাড়তে হবে এটাও তিনি বুঝিয়েছেন। প্রায় কুড়ি বছর ধরে খেলে গেছেন মেহতাব। এমনকি অবসর নেওয়ার সময় ও চোখে জল ঝরে নি মেহতাবের। তারমানে সত্যিই তিনি বাস্তবটাকে মানার ক্ষমতা রেখেছিলেন।
"আমি হার মানার ছেলে নই" -এও বলেছেন মেহতাব। কেউ তাকে ড্রিল করে চলে যাবে , পাশ কাটিয়ে চলে যাবে, তা তিনি মেনে নিতে পারবেন না। তাই সময় বুঝেই এই সিদ্ধান্তে র দিকেই পা বাড়িয়েছিলেন ভিকি। অর্থাৎ প্রকৃত খেলোয়াড়ি মনোভাবের আরেক সমার্থক শব্দের নামই হয়তো মেহতাব হোসেন।