এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই আইপিএল নিলাম সত্যিই যেন যুদ্ধক্ষেত্র। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। বেশ কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়ার সদ্যপ্রাপ্ত বিশ্ব কাপ জয়ী অধিনায়ক এবং বোলার প্যাট কামিংস ছিলেন এই মরশুমের নিলামের সর্বোচ্চ মূল্যর খেলোয়াড়। সেই রেকর্ড ভাঙল তারই জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক এর নিলাম মূল্য। নতুন রেকর্ড নিলাম মূল্য হল ২৪.৭৫ কোটি টাকা।
আরও পড়ুন- রেকর্ড নিলামের নজির: প্যাট কামিন্স
প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস স্টার্ক কে নিতে প্রায় ৭-৮ কোটি পর্যন্ত এগিয়ে যান। এর পর তারা এই নিলাম দৌড় থেকে বেরিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত নিলামের দৌড়ের সিদ্ধান্তে অনড় থেকে এই অস্ট্রেলিয়ান বোলারকে দলে আনলো কলকাতা নাইট রাইডার্স।
বোলার হিসেবে মিচেল স্টার্কের মত প্রতিভাবান খুঁজে পাওয়া ভার। সদ্য বিশ্বকাপ জিতে আসা এই বোলার রয়েছেন ভালো ফর্মেই। তবে আইপিএলের ক্ষেত্রে তাকে যে আকাশ ছোঁয়া মূল্যে কেনা হল, তেমন পারফরমেন্স তিনি দিতে পারবেন কিনা সেটিও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে কেকেআরবাহিনী তার ওপর পূর্ণ আস্থা রাখছেন বলেই হয়তো এতো দূর পর্যন্ত নিলাম সিদ্ধান্ত নিয়ে অনড় থেকেছেন। আসন্ন আইপিএলে তাঁর পারফরমেন্স দেখতে মুখিয়ে আছে গোটা ক্রিকেট মহল।