মহিলা শিল্ডের প্রথম ম্যাচেই বিপর্যস্ত মহামেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার কৃষ্ণনগর স্টেডিয়ামে মহিলা শিল্ড টুর্নামেন্টের প্রথম ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হয় মহামেডান মহিলা ফুটবল দল। শ্রীভুমি এফসির বিরুদ্ধে ৬-০ গোলে পরাজিত হয় মহামেডান স্পোর্টিং ক্লাব।
প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় সর্জীদা খাতুন শ্রীভুমি স্পোর্টিং দলকে ১-০ গোলে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করলেও ব্যর্থ হয় মহামেডান দল। বরং দ্বিতীয়ার্ধে আরও ৫টি গোল করেন শ্রীভুমির ফুটবলাররা।
আরও পড়ুন- নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পর্বতারোহী পিয়ালি বসাক, কেমন আছেন তিনি?
ম্যাচের ৫০ মিনিটে তিতলি সরকার বক্সের বাইরে থেকে শট মেরে গোল করে যান। এরপর ৬৭ মিনিটে সুজাতা মাহাতোর গোলে ৩-০ ফলাফলে এগিয়ে যায় শ্রীভুমি।
৭২ মিনিটে সর্জীদা খাতুন তাঁর দ্বিতীয় গোলটি করেন। এরপর ৭৯ মিনিটে তিতলি সরকার তাঁর দ্বিতীয় গোলটি করেন। মহামেডান পিছিয়ে পড়ে পাঁচ গোলে।
৮৭ মিনিটে সর্জীদা খাতুন নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
অন্যদিকে ম্যাচ শেষে মহামেডান কর্মকর্তা বেলাল আহমেদ খান আইএফএর দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি টুর্নামেন্টের রেজিষ্ট্রেশন সঠিক পদ্ধতিতে হয়নি। ফলে বিভিন্ন জায়গা থেকে ফুটবলার নিয়ে এসে দল বানিয়েছে প্রতিপক্ষ এমনটাই অভিযোগ তাঁর। তিনি জানিয়েছে, "শিল্ডের মতো ঐতিহ্যশালী এই টুর্নামেন্টকে খেপের টুর্নামেন্ট বানিয়ে ফেলেছে আইএফএ।"