এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি আইলিগের শীর্ষে রয়েছে মহামেডান দল। ১০ ম্যাচ খেলে অপরাজিত মহামেডানের পয়েন্ট সংখ্যা ২৪। আসন্ন কলিঙ্গ সুপার কাপে বিশেষ কারণবসত অংশগ্রহণ করবেনা সাদা কালো ব্রিগেড। তবে আইলিগ জয়ের লক্ষ্যে কোনওরকম খামতি রাখতে চায়না মহামেডান স্পোর্টিং ক্লাব। খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকার ডারবানে আসন্ন জানুয়ারি মাসে বারের লিগ চ্যাম্পিয়ন অরল্যান্ডো পাইরেটসের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ডেভিড-তন্ময়দের মহামেডান দল।
আরও পড়ুন- ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল
আগামী ২৭ জানুয়ারি ডারবানে হবে এই ম্যাচ। খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এই ফ্রেন্ডলি ম্যাচের আমন্ত্রণ জানানো হয়েছে মহামেডান দলকে। অরল্যান্ডো পাইরেটস ছাড়াও দক্ষিণ আফ্রিকার আরেকটি ফুটবল ক্লাব কাইজার চিফসও ভারতীয় ফুটবল ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এবং সূচি এখনও চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দেশেই ক্লাব ফুটবল বন্ধ থাকবে। একদিকে ভারত খেলবে এএফসি এশিয়ান কাপ অন্যদিকে ২০২৪ আফ্রিকা কাপের জন্য দক্ষিণ আফ্রিকার ক্লাব ফুটবল লিগ বন্ধ থাকবে এই সময়।
সুপার কাপে অংশগ্রহণ না করায় খেলোয়াড়দের প্রস্তুতিতে যেন কোনও খামতি না থাকে সেই জন্য এই প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাদা-কালো ব্রিগেডের জন্য।
দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবার কোনও ভারতীয় ফুটবল ক্লাব ম্যাচ খেলতে চলেছে। যদিও এর আগে ২০০২ সালে আইএফএ একাদশ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকায়।