এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফরোয়ার্ড লাইনকে দুর্দান্ত সাজিয়ে চলেছে মহমেডান স্পোর্টিং। সার্বিয়ান স্টেফান ইলিচ ও ত্রিনিদাদের মার্কাস জোসেফকে সাপোর্ট দিতে এবার মহমেডান সই করাল ব্র্যান্ডন ভানলালরেমডিকাকে।
আসন্ন মরশুমের জন্য ব্র্যান্ডনকে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। আর এর জেরে আবারও একসাথে খেলবেন ব্র্যান্ডন ও চুলোভা। আইলিগে একসময় ইস্টবেঙ্গলের জনপ্রিয় মিজো ত্রয়ীর দুজনকে তুলে নিল মহমেডান। বাকি শুধু ডানমাউইয়া, যদিও সেই সম্ভাবনা তেমন নেই।
বয়ম কম হলেও ভারতীয় ফুটবলে ব্র্যান্ডনের অভিজ্ঞতা অনেক বেশি। ৮৭টি ম্যাচ খেলেছেন ক্লাব স্তরে। আইলিগে ১০টি গোল রয়েছে ব্র্যান্ডনের। দুই প্রান্তেই খেলতে সক্ষম ব্র্যান্ডন, এবং নিজের গতিকে কাজে লাগিয়ে সহজে বক্সে ঢুকে পড়তে পারেন তিনি। এবং উইং থেকে ক্রস বাড়াতে পারেন ব্র্যান্ডন।
গত মরশুমে এসসি ইস্টবেঙ্গল থেকে লোনে আইজলে ছিলেন ব্র্যান্ডন। কিন্তু এবার পুরোপুরি ব্র্যান্ডনকে তুলে নিল ব্ল্যাক প্যান্থার্স।