এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পরপর তিন ম্যাচে হার৷ আইএসএল শিল্ড জয়ের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা নিয়ে বছর শেষ করল সবুজ মেরুন ব্রিগেড। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-১ ফলাফলে পরাজিত মোহনবাগান।
শুরু থেকেই গোলের খোঁজে আক্রমণের রাস্তা বেছে নেয় ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যেতে পারত কেরালা ব্লাস্টার্স। আশিস রায়ের ভুল বল পেয়ে যান দিমান্তাকোস। কিন্তু তাঁর শট ক্রস বারে লেগে বেড়িয়ে যায়।
আরও পড়ুন- রাহুলের অনবদ্য শতরানকে বিশেষভাবে সম্মান জানালেন বিরাট কোহলি
৬ মিনিটে কেরলের আইমেন মোহনবাগান রক্ষণ ভেদ করে ঢুকে পড়েন মোহনবাগান বক্সে। তবে সেখানে তিনি পড়ে যান, যদিও রেফারি ভেঙ্কটেশ কেরলের পেনাল্টির আবেদনে সাড়া দেননি। এরপর ৯ মিনিটে গোল করেন দিমান্তাকোস দিমিত্রিওস। একক দক্ষতায় মোহনবাগানের তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে ঢুকে বাম পায়ের জোরালো শটে গোল করে যান দিমিত্রিওস।
এরপর নিজেদের রক্ষণ শক্তিশালী করে তোলে কেরালা ব্লাস্টার্স। মোহনবাগান দল বেশ কিছু আক্রমণে উঠলেও গোলের কাছাকাছি পৌছাতে পারেনি।
৪৪ মিনিটে নিজেদের বক্সে বিশাল কাইথের ভুল পাশে দ্বিতীয় গোল হজম করত মোহনবাগান যদিও গোল করতে ব্যর্থ হন কেরলের ফুটবলাররা। প্রথমার্ধ শেষ হয় ০-১ ফলাফলে।
আরও পড়ুন- ৩৮-এও সেরা রোনাল্ডো! হালান্ড-এমবাপ্পেদের ফেললেন পিছনে
দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে মোহনবাগান, যদিও কামিংস-হুগোরা গোল করতে ব্যর্থ হন। এরপর কামিংসকে তুলে নিয়ে সাদিকুকে নামান জুয়ান ফেরান্দো। অন্যদিকে সুমিত রাঠিকে তুলে মনবীর সিং এবং কিয়ানকে তুলে সুহেল ভাটকে নামিয়ে পুরোপুরি আক্রমণের রাস্তা বেছে নেন ফেরান্দো। যদিও দিমিত্রিওস, পেপরাহ, আইমেনদের প্রতিআক্রমণে সমস্যায় পড়ে সবুজ মেরুন ডিফেন্স।
এরপর বেশ কিছু গোলমুখি আক্রমণ করলেও কেরালার জমাট ডিফেন্সে আটকে যান সাদিকু-দিমিত্রিরা। অন্যদিকে অতিরিক্ত সময় রাহুল কেপি বিশাল কাইথকে একা পেয়েও গোলের ব্যবধান বাড়াতে পারেননি। ম্যাচ শেষ হয় ০-১ ফলাফলে।
ম্যাচ শেষে আবারও মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগান ওঠে।