এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি আইএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপ জয়ের পর আইএসএল এবং এএফসি কাপের গ্রুপ পর্যায়ও শীর্ষে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তবে শুধু মাঠেই নয় মাঠের বাইরেও অন্যান্য দলকে টেক্কা দিচ্ছে মোহনবাগান জনতারা। একের পর এক অসাধারণ টিফো, নতুন নতুন চ্যান্টে মোহনবাগান সমর্থকেরা জমিয়ে রাখছে সবুজ মেরুন গ্যালারিকে। তবে শুধু গ্যালারিতেই নয় মোহনবাগান সমর্থকদের কাজ কর্ম স্টেডিয়ামের বাইরেও দৃষ্টি আকর্ষণ করেছে।
আরও পড়ুন-আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে কি ফিরবেন শুভমন গিল?
এমনই এক অসাধারণ কাজ করে দেখিয়েছে মোহনবাগান ফ্যান ক্লাব স্বপ্নের মোহন তরী।
পুজোর আনন্দ ভাগ করে নিতে প্রতিবছর স্বপ্নের মোহন তরীর সদস্যরা বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমে উপস্থিত থাকে। এবার তারা উপস্থিত ছিল জয়পুরের 'আশা পাঠশালায়'।
সপ্তম বছরে স্বপ্নের মোহন তরীর গন্তব্য ছিলো জয়পুর এর আশা পাঠশালায়।
৫০ জন কচিকাঁচা দের হাতে নতুন জামাকাপড় ছাড়াও
আরও পড়ুন- কোন জায়গাতে অস্ট্রেলিয়াকে হারের পথ দেখিয়েছে ভারত? উত্তর দিলেন রবীন্দ্র জাদেজা
সবুজ মেরুন রঙের স্কুল ব্যাগ, পড়াশোনার যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
শুধু তাই নয় ছোট ছোট বাচ্চাদের আনন্দ দ্বিগুন করতে কেক কাটা ও পিকনিক এর আমেজে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে মোহনবাগানের এই ফ্যান ক্লাব।