এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার অনুর্ধ্ব-১৭ এলিট লিগে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-০ ফলে হারায় ইস্টবেঙ্গল এফসি। সেই ম্যাচের পরেই মোহনবাগান কোচ বাস্তব রায় অভিযোগ করেন ইস্টবেঙ্গল খেলোয়াড়দের বয়স নিয়ে। এবার এই নিয়ে সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজনেন্ট।
আরও পড়ুন - টি২০ বিশ্বকাপ ২০২৪-এ আদৌ অধিনায়ক হিসেবে থাকবেন রোহিত শর্মা?
চিঠিতে জানানো হয়, ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব-১৭ দলে খেলা একজন ফুটবলার ২০১৭-১৮ মরশুমে অনুর্ধ্ব-১৩ লিগে মোহনবাগানের হয়ে খেলেছিলেন। এরপর সেই ফুটবলার কলকাতা লিগে একাধিক দলের হয়ে খেলেছেন। কিন্তু সেই একই ফুটবলারকে ভিন্ন নামে ও ভুয়ো জন্ম সার্টিফিকেটে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে রেজিস্টার করিয়েছে ইস্টবেঙ্গল এফসি, আর সেটি মঞ্জুরও করেছে আইএফএ।
এই অভিযোগ এনে মোহনবাগান দাবি করেছে, অনুর্ধ্ব-১৭ বিভাগে বয়স ও নাম ভাড়ানোর জন্য সেই ফুটবলার ও ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে তদন্ত করা হোক। পাশাপাশি এই চিঠির সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ফুটবলারের পুরোনো সিআরএস নথিও পাঠিয়েছে। এমনকি, অনুর্ধ্ব-১৭ লিগে খেলা ইস্টবেঙ্গলের আরও কিছু খেলোয়াড়ের বয়স বেশি, এমনও অভিযোগ করেছে মোহনবাগান।
শেষে মোহনবাগান সুপার জায়ান্ট দাবি করেছে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যেন সেই ফুটবলারকে এবং/অথবা ইস্টবেঙ্গল এফসিকে যোগ্য শাস্তি দেওয়া হয়।
আরও পড়ুন - আইপিএল ২০২৪ নিলামে কোন ৫ আনক্যাপড খেলোয়াড় নজর কাড়বেন?
সব মিলিয়ে, জুনিয়র ডার্বি শেষে চাপানউতোর অব্যাহত রয়েইছে। এখন দেখার, মোহনবাগানের অভিযোগের উত্তরে কি জবাব দেয় ইস্টবেঙ্গল।