এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচে চেন্নাইন এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ শিল্ড জিততে এখন সব ম্যাচই গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য। এই পরিস্থিতিতে লিগ টেবিলের একাদশতম স্থানে থাকা চেন্নাইনকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে যেতে চাইবে মোহনবাগান। তবে কাজটা খুব সহজ হবে না, তা ভালোমতই জানে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট।
এদিকে সমর্থকদের চিন্তা, সাহাল আব্দুল সামাদ ও জনি কাউকোর চোট। যদিও শনিবার অনুশীলনে দুজনেই চনমনে অনুশীলন করেছিলেন, তবে সাহালকে ছাড়াই হয়ত চেন্নাইন ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। অন্যদিকে জনি কাউকোর চোট সেরে উঠেছে, আর হয়ত প্রথম থেকেই শুরু করবেন তিনি। অন্যদিকে জ্বরের কারণে শনিবার অনুশীলনে না থাকা কোচ আন্তোনিও হাবাস রবিবার ডাগআউটে বসতে পারবেন কিনা, সে নিয়ে চিন্তা রয়েছে। হাবাস না থাকলে সেক্ষেত্রে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ।
আরও পড়ুন -
এই পরিস্থিতিতে সাহালের পরিবর্তে তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশীকে খেলাতে পারে মোহনবাগান। এছাড়া বাকি দলে বড় অন্তর্ভুক্তি হওয়ার সম্ভাবনা কম। গোলে শুরু করবেন বিশাল কাইথ। এদিকে তিন ব্যাকে এই ম্যাচে নামতে পারে মোহনবাগান। সেক্ষেত্রে হেক্টর ইয়ুস্তে, আনোয়ার আলি ও শুভাশিস বসু শুরু করতে পারেন।
এদিকে মাঝমাঠে অভিষেক কিছুটা উপরে খেলবেন, আর নীচে জনি কাউকো ও দীপক টাংরি জুটি বাধবেন। দুই উইং থেকে মনবীর সিং ও লিস্টন কোলাসো খেলতে পারেন। আর আক্রমণে দিমিত্রি পেত্রাতোসের সাথে জেসন কামিংস শুরু করতে পারেন।
বিশাল কাইথ (গোলকিপার), হেক্টর ইয়ুস্তে, আনোয়ার আলি, শুভাশিস বসু (অধিনায়ক), মনবীর সিং, লিস্টন কোলাসো, জনি কাউকো, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস।