এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ২০২৩-২৪ এর মহারণে মুখোমুখি নামছে গতবারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। ফলে ম্যাচটা যথেষ্ট উত্তেজক হবে, তা বলাই বাহুল্য।
তবে বেঙ্গালুরু দলে এই ম্যাচে নেই তাদের অধিনায়ক সুনীল ছেত্রী, যা ঘরের মাঠে বাড়তি সুবিধা দেবে বাগানকে। পাশাপাশি আরও বড় সুবিধা হল, কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন অনিরুধ থাপা। সেক্ষেত্রে গ্লেন মার্টিন্সের জায়গায় থাপাকে নামাবেন কোচ জুয়ান ফেরান্ডো।
আরও পড়ুন - এশিয়ান গেমসে ফের সাফল্য ভারতের! মহিলাদের ৫০ মিটার রাইফেলে সোনা জিতলেন সিফট কৌর সামরা
বাকি একাদশে পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা রয়েছে। গোলে খেলবেন বিশাল কাইথ। এদিকে তিন ব্যাকে হেক্টর ইয়ুস্তে, ব্র্যান্ডন হ্যামিল ও আনোয়ার আলি। দুই উইংয়ে শুভাশিস বসু ও আশিস রাই খেলবেন। এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদের সাথে যোগ দেবেন অনিরুধ থাপা। আক্রমণে দিমিত্রি পেত্রাতোস ও লিস্টন কোলাসো দুই প্রান্তে খেলবেন, আর ফরোয়ার্ডে খেলবেন জেসন কামিংস।
আরও পড়ুন - জাতীয় দলের কোচিংয়ের জন্য ইগর স্টিমাচকে নিয়ে টানাপোড়েন ভারত-বসনিয়ার
বিশাল কাইথ (গোলকিপার), আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, ব্র্যান্ডন হ্যামিল, শুভাশিস বসু (অধিনায়ক), সাহাল আব্দুল সামাদ, অনিরুধ থাপা, আশিস রাই, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো, জেসন কামিংস।