এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার চিপকের মাঠে গুজরাট টাইটান্সকে ১৫ রানে পরাজিত করে ২০২৩ আইপিএল ফাইনালে চলে গেল চেন্নাই সুপার কিংস। ১৭৩ রান তাড়া করতে নেমে ১৫৭ রানেই শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস।
চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ ও কনওয়ে চেন্নাইকে ভালো ফলাফলে পৌছাতে সাহায্য করে। অন্যদিকে ফর্মে থাকা শুভমান বাদে অন্য গুজরাট ব্যাটাররা সেভাবেই নিজেদের মেলে ধরতে পারেননি এদিন।
তবে ম্যাচের সমস্ত আকর্ষণ আরও একবার কেড়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। কেন তিনি ক্যাপ্টেন কুল আরও একবার প্রমাণ দিলেন চিপকের মাঠে।
ঘটনার সূত্রপাত ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৬ তম ওভারের আগে। চেন্নাইয়ের বোলার মাথিশা পাথিরানা মাঠের বাইরে ছিলেন প্রায় ৯ মিনিট। এবং নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় যত মিনিট মাঠের বাইরে থাকবেন তত সময় মাঠের মধ্যে না থাকা পর্যন্ত বল করতে পারবেন না। ফলে পাথিরানা সেই সময় বল করার অনুমতি পাননি আম্পায়ারের থেকে। আর এখানেই ধোনির তাঁর মগজাস্ত্রের ব্যবহার করে চেন্নাইয়ের সমস্যার সমাধান বের করে ফেলেন।
ধোনি চেয়েছিলেন শ্রীলঙ্কার এই দ্রুত গতির বোলারকে দিয়েই ১৬তম ওভার করাবেন। সেই কারণে প্রায় ৫ মিনিট তিনি আম্পায়ারদের সাথে আলোচনা করে সময় নষ্ট করতে থাকেন। তাঁর সাথে যোগদান করেন সিএসকের অন্যান্য ক্রিকেটাররাও। এরপর প্রয়োজনীয় সময় পাথিরানা মাঠে থাকার পর বল করার অনুমতি পান এবং পাথিরানা নিজের দ্বিতীয় ওভার বল করেন।
আরও পড়ুন- ধোনির মগজাস্ত্র! গুজরাটকে হারিয়ে আরও একবার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস
এতদিন ফুটবল খেলায়, সময় নষ্ট করে খেলার ফলাফল নিজেদের পক্ষে আনতে দেখা যেত তবে মহেন্দ্র সিং ধোনি এদিন ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিলেন সময় নষ্ট ক্রিকেটেও ব্যবহার করা যায়।
যদিও এই সময় নষ্ট করা নিয়ে ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে তুমুল সমালোচনার। ধোনির পরিবর্তে অন্য কোনো অধিনায়ক থাকলে আজ এই বিষয়টি এভাবেই কি মেনে নেওয়া হতো? উঠছে প্রশ্ন।
অন্যদিকে কেন ধোনিকে অন্য বোলার দিয়ে বল করাতে বললেন না আম্পায়ার সেই নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।