অনুশীলনে কবে ফিরবেন ধোনি? রইল বড় আপডেট

এক্সট্রা টাইম ওইয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএল জয়ের পর চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হাঁটুর অস্ত্রোপচার করান। এরপরেই জল্পনার সৃষ্টি হয় যে ২০২৪ আইপিএলে কি ধোনিকে দেখা যাবেনা? খবর অনুযায়ী, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্রিকেট থেকে বিরতি নেবেন ক্যাপ্টেন কুল। অস্ত্রোপচার পর তিন সপ্তাহের বিশ্রাম নেওয়ার পর রিহ্যাব শুরু করবেন ধোনি।
সম্প্রতি চেন্নাই দলের সিইও কাশি বিশ্বনাথন ধোনির সাথে মুম্বইয়ে দেখা করেছেন। সেখানে তিনি ধোনির বর্তমান পরিস্থিতির বিষয় খুঁতিয়ে জেনেছেন। বিশ্বনাথন জানিয়েছেন যে, ধোনি তাঁর পরিকল্পনার বিষয় অবগত এবং তিনি সেই পরিকল্পনা অনুযায়ী এগোবেন।
আরও পড়ূন- এশিয়া কাপ নিয়ে রাতারাতি মতবদল পরবর্তী পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফের
৪০ বছর বয়সী ধোনি ২০২৩ আইপিএলের গোটা মরশুমে হাঁটুতে চোট নিয়েই খেলেছিলেন। তাঁকে দেখা গিয়েছিল বাহাঁটুতে স্ট্র্যাপ জড়িয়ে অনুশীলন করতে। চেন্নাইয়ের একটী ম্যাচেও তাঁকে বিশ্রাম নিতে দেখা যায়নি। আর এখানেই ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ পাওয়া যায়।
২০২৩ আইপিএল জয়ের পর ধোনি জানিয়েছিলেন যে তিনি তাঁর ভক্তদের জন্য আরও একটি মরশুম খেলতে চান। তিনি বলেছিলেন যে, এটাই হয়তো অবসর ঘোষণার সঠিক সময় ছিল কিন্তু দর্শকদের থেকে যে ভালোবাসা তিনি পেয়েছিলেন এই বছর তাতে তিনি বনয় মাস কঠোর পরিশ্রম করে অন্তত আরও একটি আইপিএল খেলতে চান।