ধোনির বিশ্বকাপ জেতানো ছয়ের ঐতিহাসিক আসনগুলি নিলামে তুলতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ২০১১ সালে ২৮ বছরের খরা কাটিয়ে শেষ বার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ভারত বিশ্বকাপ জিতেছিল। ঐতিহাসিক সেই ছয় মেরে মহেন্দ্র সিং ধোনি ম্যাচ জিতিয়েছিলেন। সেই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ধোনির বিশ্বকাপ জেতানো ছয় যেখানে পড়েছিল সেই ভিকট্রি মেমোরিয়াল স্ট্যান্ড, ২টি আসন এবার নিলামে উঠতে চলেছে। সেখানে এ বার বসে খেলা দেখতে পারেন দর্শকরা। কীভাবে?
আরও পড়ুনঃ এশিয়ান কাপে প্রথমবার মহিলা রেফারি, থাকছে ভিএআর প্রযুক্তিও
মহেন্দ্র সিং ধোনির ঐতিহাসিক বিশ্বকাপ জেতানো শট যে আসনে পড়েছিল, তা ‘২০১১ বিশ্বকাপ মেমোরিয়াল সিট’ নামে পরিচিত। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে একটি বিভাগে লেখা রেয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য হসপিটালিটি প্যাকেট কিনতে চাইলে যোগাযোগ করুন। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের বিশ্বকাপের ভিকট্রি মেমোরিয়াল স্ট্যান্ড (২টি আসন) নিলামে উঠতে চলেছে। ধোনির ওই বিশ্বকাপ জেতানো ছয় যে আসনে পড়েছিল সেখানে বসে বিশ্বকাপ দেখার সুযোগ উপভোগ করতে চাইলে ভারতের ফ্যানেরা এমসিএর এই নিলামে অংশ নিতে পারেন।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে "ধোনির নামে ওই দুই সিট বিশেষ ভাবে নকশা করা হয়েছে। ওই দু’টি সিট বরাবরের জন্য মহেন্দ্র সিং ধোনির নামে হয়ে থাকবে। ওই সিট পরিচিত মহেন্দ্র সিং ধোনি সিট নামে। আমরা ওই দুই সিট সোফা/কম্ফোর্টারের মতো তৈরি করেছি। যেখানে আমরা হসপিটালিটি সার্ভিস দেব। তার জন্য আগামী ১০ দিনের মধ্যে নিলাম হবে। ইচ্ছুক ব্যক্তিরা এই নিলামে অংশ নিয়ে ওই সিটে বসার অনুভূতি নিতে পারেন।"