জোফ্রা আর্চারের বদলি এই খেলোয়াড়কে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ডান কনুইয়ে চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার। তাঁর চোটের বিষয়ে বাড়তি দায়িত্ব নিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি-র নজরদারিতে আর্চারের চোট সারিয়ে তোলার কাজ চলবে। তবে এবার জোফ্রা আর্চারের বদলি ঘোষণা করে দিল মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের বাকি ম্যাচগুলি খেলার জন্য ক্রিস জর্ডনকে দলে নিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্রিটিশ পেসারের পরিবর্তে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেলেন এই টি-২০ স্পেশালিস্ট। এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে জর্ডনের।
এদিকে মঙ্গলবারই মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মধ্যে কে বাজিমাত করবেন? সেদিকেই নজর সবার।