এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গত আইপিএল মরশুম থেকেই একটি নাম ভীষণ আলোচিত হয়েছে। নবীন উল হক। তিনি একজন আফগান ক্রিকেটার।খেলেছেন লখনৌ সুপার জায়েন্টসের হয়ে। বেঙ্গালুরু বনাম লখনউ ম্যাচে বিরাট কোহলির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে শিরোনামে ছিলেন তিনি।
আরও পড়ুন- বিশ্বজয়ের এক বছর! আর্জেন্টিনার ফুটবলাররা বর্তমানে কী করেন জানেন?
সূত্রে খবর, আইএল টি২০ থেকে ব্যান হয়েছেন নবীন উল হক। কারণ তিনি দক্ষিণ আফ্রিকা লিগের ডারবান সুপার জায়েন্টস এর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আইএল টি২০ এর কর্মকর্তা ডেভিড হোয়াইট জানিয়েছেন, চুক্তির খেলাপ করেছেন নবীন উল হক। যে কারণে তাকে ২০ মাসের জন্য ব্যান করা হয়েছে।
২০২৩ সালে শারজাহ ওয়ারিয়ের্স এর হয়ে চুক্তি করেছেন নবীন। ২০২৪ পর্যন্ত তার চুক্তি হয়েছে। তার মধ্যেই তিনি চুক্তি লঙ্ঘন করে হয়ে খেলতে চাইছেন দক্ষিণ আফ্রিকা লীগে। জানা যাচ্ছে এই কারণের জন্যই তাকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে লীগ বোর্ড।