RCB-এর বিদায়ের পর বিরাট কোহলিকে আক্রমণ করলেন নবীন-উল-হক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার গুজরাট টাইটান্সের কাছে ছয় উইকেটে পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই হারের জেরে আইপিএল ২০২৩ থেকে ছিটকে যায় আরসিবি। আবারও আইপিএল খেতাব জয় থেকে বঞ্চিত হল ব্যাঙ্গালোর।
আর এর জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তথা বিরাট কোহলির জন্য মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। কিন্তু অপরদিকে আফগান ক্রিকেটার নবীন-উল-হক যেন আরসিবির এই বিদায় নেওয়ায় খুশিই হয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নবীন একটি ভিডিও শেয়ার করেন, যেখানে একজন সঞ্চালক খবর পড়তে গিয়ে হাসছেন। আর সেই পোস্টে নবীন ট্যাগ করেছেন সতীর্থ আফগান ক্রিকেটার আফসর জাজাই এবং আফগানিস্তান জাতীয় দলের ফিজিও প্রশান্ত পঞ্চদাকে।
যদিও তিনি এই পোস্টে বিরাট কোহলি বা আরসিবির নাম নেননি, তবে নেটিজেন তথা ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, কোহলির উদ্দেশ্যেই এই পোস্ট নবীনের।
আইপিএল ২০২৩ এর ৪৩তম ম্যাচে যখন মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তখন বাকবিতন্ডায় জড়ান কোহলি ও নবীন, যা গড়ায় ম্যাচের শেষ অবধি। এরপর কোহলির উদ্দেশ্যে নাম না করে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার পোস্ট করেছেন নবীন। এবার আরসিবির বিদায়ের জেরে এমন পোস্ট করলেন আফগান এই পেসার।